বিরহীর বিরহ ক্ষণে/ আসিলে কঙ্কণা।
অতৃপ্তের তৃপ্ততা দানে/ করিলে বন্দনা।
নয়নে নয়ন পানে/ ঝরালে যাতনা।
মনকে মন মেনে/ ফিরায়ে দিল না।
অধরে অধর রেখে/ কহিলে বাসনা।
কায়াতে কায়ার সনে/ মিটালে কামনা।
রতির রতিগৃহবনে/ চলে রসনা।
সঙ্গীর সঙ্গ পূরনে/ সঙ্গম থামে না।
মিলনের মিলন রণে/ কেহ হারে না।
ভূলোকের ভূমি ভাঙনে/ মিলন ভাঙে না।