কেন জানি আজ নিশির লগনে
মনটা কাঁদিছে অতি গোপনে
আঁখি দুটিতে ঝরিছে শ্রাবণধারা।
ভুলে গিয়েছে প্রিয় স্বজনেরে
স্নেহেতে বাঁধিছে যারা বারেবারে
নিরবে হয়েছে চির বাঁধনহারা।
আপনের কাছে চেয়েছে সে যত
বেড়েছে শুধু তার ব্যাথার ক্ষত
গ্রহণ করে পেয়েছে শুধুই যন্ত্রণা।
ভালোবাসা হলো সুদে নেওয়া ঋণ
সমদানেও তা বেড়েছে প্রতিদিন
প্রতিদানে পেয়েছে শুধুই গঞ্জনা।
প্রাপ্তির মাঝে না পেয়ে সুখ
পর করেছে প্রিয় সব মুখ
সাঙ্গ করিছে আপন করার খেলা।
সব ভুলে সে সব হারিয়ে
রিক্ত হয়ে আজ শূণ্য থেকে
অশ্রু নদীতেে ভাসিয়েছে ভেলা।