আজ আর মানুষের মুখোশ পরার দরকার পড়েনা,
অন্য উপায় পাওয়া গেছে মুখ লুকাবার।
নিকষ আঁধারে ঢেকে দাও পৃথিবী,
চন্দ্র সূর্য্য উঠতে দিওনা আর।


লোকের চোখে ধুলো দেবে কেন?
উপড়ে ফেলো খোলা যত চোখ,
অন্ধের রাজ্যে মানুষ সাজবে তখন,
স্লোগান তুলবে- "মানুষের জয় হোক"!


এবার ওদের ভাবনা ঘুচিয়ে দাও,
মগজ উপড়ে ভস্মে ভর খুলি,
বিদ্রোহী জিভ ছিঁড়ে ফেলে দাও,
বোবা করে দাও মুখের বুলি।


তবে আর মানুষ থাকবে কেন?
দেবতা হয়ে বসতে পারো এবার!
নৈবদ্দের থালা আদায় করে নাও,
ধূপে দীপে পূজো হবে তোমার।


এরপর নরম গদিতে সাঁতার কাটতে কাটতে
ডুবে যাবে সমুদ্রে আয়েশের,
আর ভাববে নতুন নতুন প্রযুক্তি
আরও কোনো নতুন ছদ্মবেশের।