এ মন নদীর কিনারায়
ভিড় করে শত অভিমান।।
না বলা যত কথা গুলো
এলোমেলো অভিযান।।
কল্পরা আধো আধো
হয় বিলীন ছায়া রঙ।।
অপ্রাপ্ত আকাশেতে
উড়ে শুধুই নীল চঙ।।
এ মন নদী স্রোত বহে
পাল তুলে সম্পান।।
ছোট পাখি আকাশেতে
মেলে ডানা গায় গান।।
এলোমেলো ইশারায়
অপূর্ণতায় নতুন প্রান।।
নোনা জলে তিক্ততা
আর মরিচীকার রিক্ততায়।।
কূল হারায় কিনারা ডোবে
ঘিরে ফেলে কালো বান।।