আকাশ চিঠি
নীলা বর্ন তার খাম
বৈরূপ কুয়াশা
আঁধারের অপর নাম।।
লিখা শব্দ অগোছালো
যেনো নীরবতার বালুচর
বিরহতা বেদনা
নির্বাক চোখ তার দাম।।
প্রতিকী চিহ্ন
সরলতা ছন্ন
আঁকা বাঁকা পথের
সেই শেষ মোড়।।
রোজ বিকেলে
সেই আকাশ চিঠি
অচেনা ভালবাসা
করে বদনাম।।