আমি প্রেম হবো,,
আঁখির সমাধীতে।।
আমি মিশে যাবো,,
মেঘের পৃথিবীতে।।
যেথায় ডানা মেলে,,
পাখিরা বিশালতায়।।
চোখ মেলে তাকালেই,,
পাবো পাহাড় চূড়া অকূলতায়।।
আমি প্রেম হবো,,
নীলের গভীরে।।
হারাবো বহুদূরে,,
রোদ্দুর দুপুরে।।
অচেনা পথের বাঁকে,,
প্রাচীন পল্লীতে।।
আমি প্রেম হবো,,
ব্যস্ত শহরের রাজপথে।।
ঘন আঁধারে ঢাকা,,
পরিত্যাক্ত গলিতে।।