চার দেয়ালের আড়াল
নেই তুই নেই খেয়াল।।
নীরবতার নিচিন্ত কাল
একাকিত্বের সমাবেশ।।
দুই এ দুই এ এক পৃথিবী
পৃথক আজ জল রেশ।।
বিভেদ হৃদয় টানা পোড়ন
বিনি সুতায় হয় না ফোঁড়ন।।
ক্ষান্তি ক্লান্তি নির্বিশেষে
চার দেয়ালের আড়াল।।
নেই দরজা জানালা নেই
দম বন্ধ হওয়ার হাল।।
শূন্য হাওয়া ঘেরা অন্ধকার
চার দেয়ালের আড়াল।।