এই তুমি অন্য কারো
যাকে প্রতিটা দিন দক্ষিনের
সেই বারান্দায় দেখতাম।।
এলো কেশি চুল দেখে
নীভু রাতে পথ ভুল করতাম।।
তোমার সেই মুখটি দেখবো বলে
ভুল করে হলেও হাজারো বার
সেই পথে দাঁড়াতাম।।
আজ এই তুমি যেন অন্য কারো
প্রতিটা দিনের মতো
সেখানে আর তোমায় দেখিনা।।
বারান্দা টাও খুব একা হয়ে গেছে
বাতাস ও বহে না দক্ষিনায়।।
কবেকার এই তুমি পাল্টে গেছো
এখন আর সেখানে অচেনা মুখ ও দাঁড়ায় না
এই সেই তুমি অন্য কারো।।