এক টুকরো মেঘ বিশাল আকাশ
নীরব হীন তুমি হীনা সেই দীর্ঘ শ্বাস।।
মলিন মন চৌকঠা দেয়াল
যাতনা দেয় সেই ফেলে আসা খেয়াল।।
গভীরে চেতনা যায় ধুয়ে মুছে
নীংড়ানো আবেগ গুলো একাকার।।
এক টুকরো মেঘ জমে থাকা কাব্যে
তুমি নেই তবু তোমারি ছন্দ বহে।।
প্রতিটি শব্দে প্রতিটি অর্থে
বেদনার স্রোত বহে হৃদয় চুরমারে।।
কোণ ঠাসা বালি কণায় দুচোখে অন্ধকার নামে
বিবেকের মিছিলে স্বপ্নেরা হার মানে।।
এক টুকরো মেঘ কালো আধারে
ভুলের স্মৃতি টুকু যায় হাতড়ে।।
ঘুম ঘোর মাতালে পড়ে পিছিয়ে
নেশা জাগে ধ্রুব তারা মিছে অকাতরে।।
তবু তুমি কল্পতে দুহাত দাও এগিয়ে
আজো তোমায় মনে পড়ে রাত্রির শেষ প্রহরে।।