ঘর ছাড়া পাখি হয়ে
উড়াল দিয়েছি কবেই
যবে থেকে বুঝ হয়েছে
একলা একাই হারিয়েছি
একাকীত্বের উৎসবে।।
তবে মেলেনি ডানা
অবাধ পাখির মতো স্বাধীনতায়
বন্দি জীবনেই থেকে বেশ
তাই আঁধার ই ভালো লাগে
ভালো লাগে এক টুকরো
ছায়া সুখের মোহ।।
তাই পুড়তে ও ভালো লাগে
বিশালতার নিজ শূন্য পৃথিবীতে
রোজকার গল্প আর
আঁধো একটু কাহিনী কাব্যিতে।।