চাঁদের কিরন করে বারন,,
তোর কথাটি ভাবতে
তবু চুপটি করে মেঘের রঙে,,
চাই তোর ছবিটি আঁকতে।।
যত ইচ্ছে ঘুড়ি নীল পাহাড়ি,,
জোনাক জ্বলা পাখনা।।
তোর কারনে হারাই মাঝিরে,,
তবু তোর কাজলে লুকিয়ে রাখনা।।
মেঘ বর্ষন মনের ধরন,,
পাখিরা গায় গান যে।।
তোর মায়াবি নতুন কবি,,
সুর তোলে তার ছন্দে।।
ইচ্ছে বকুল করেনা তো ভুল,,
যাই হারিয়ে স্বপ্নে।।
তোকে মেঘের বালক,,
কল্পনাতে ভালোবাসে গোপনে।।