কোনো এক বৃষ্টি ভেজা সকালে
তোমার অপেক্ষার প্রহার হয়তো কেউ গুনছে।।
সুনসান নিঝুম দ্বীপের ঠান্ডা হাওয়া
হয়তো তোমাকেই ভেবে বইছে।।
নেই কোনো কলরব নীরব একটা দুইটা পথিক
চারি পাশে জল আর জল।।
ছমছম মেঘে শুধুই বৃষ্টির ঢল
অবিরাম ক্লান্তিহীন।।
তবু কেউ তোমার অপেক্ষায় সুদূর পথ চেয়ে আছে
বিকেলের মেঠো পরিবেশের দিকে তাকিয়ে।।
অনন্ত কাল ধরেই হয়তো
তোমাকেই ভেবেছে সে।।
নীরব পাখির ডানা মেলে উড়ে চলা
পথিকের হঠাৎ থমকে পথ ভোলা।।
কোনো এক বৃষ্টি ভেজা সকালে
ঝরো ঝরো বৃষ্টির শব্দে মুখরিত চারিপাশ।।
যেন তোমারি পায়ের নুপুর কথা বলছে
হৃদয়ের সীমানা টুকু পেরিয়েই।।
বৈরী সেই আবওহাওয়া খুনসুটি জানালায় বসে
কেউ এখনো হয়তো তোমাকেই ভালবাসছে।।