কোথাও নেই তুমি
আমি খুজে ছিলাম তোমায়
শিশির ভেজা এক ভোরে
সবুজ ঘাসে লেগে থাকা
প্রতিটি বিন্দুতে।।
প্রখর রোদ্দের সেই দুপুর বেলায়
ফাঁকা মাঠেও তোমায় খুজে ছিলাম।।
কিন্তু সেখানে তোমাকে পাবার বদলে
দেখা মিলেছিলো একটি হতাশ কাঁকের।।
হয়তো সে আমার মতোই একা
হয়তোবা সে আমার মতোই
তার সঙ্গীকে খুজে বেড়াচ্ছে।।
খুজে ছিলাম তোমায়
অচেনা এক শহরের শত গলিতে
ফুটপাত রেস্তরা একাকার করেছিলাম
তবুও তোমার দেখা মেলেনি।।
কালো রাতের আধারেও
হাজারো জোনাকির মাঝে
তোমায় খুজেছি কত
হয়তো তুমি সেখানে ছিলে।।
হয়তোবা ছিলে না
কিন্তু ক্লান্ত ঝাপসা চোখে
ঠাঁওর করতে পারিনি
সে কি তুমি ছিলে
নাকি আমার কল্পনা ছিল।।