মন খারাপের দেশে
থাকিস না আর ভেসে।।
চুপটি করে রাখিস নারে
উড়িয়ে দে আকাশে।।
একটু হেসে মন দেয়ালে
আঁকিস আমায় তোর খেয়ালে।।
আলতো চোখের চাহনিতে
পদ্ম পাতার ছাউনিতে।।
বাঁধিস রে আমায় খুব যতনে
তোর কল্প নদীর তীরে।।
মন খারাপের দেশে
প্রেমের নৌকা ভেসে।।
হারিয়ে যাবো দূর পাহাড়ে
যেখানে আকাশ মেঘ মেশে।।
একটু চেয়ে ভালোবেসে
রাখিস আমায় তোর মাঝারে।।
যেন হারিয়ে না যাই খামখেয়ালি
তোর শত লোকের ভিড়ে।।