ঐ আকাশ ডাকে আমায়
ডানা দুটি মেলতে।।
ঐ পাহাড়ে শ্রাবন ধারা
ঝর্নার সাথে খেলতে।।
অবুঝ পরী বায়না ধরেছে
সাদা মেঘে বলে উড়তে।।
ইচ্ছে ঘুড়ি বলছে আমায়
তার সাথে নীলে হারাতে।।
চন্দ্র তারা আর গ্রহেরা
মেতেছে রঙের সাত কাহনে।।
ঐ আকাশ ডাকে আমায়
ডুব দিতে ত্রিভুবনে।।
মেঘলা কালো বর্ষা দিনে
শীতলতার মৌসুমে।।
দমকা হাওয়া দেয় যে দোলা
এ মনের গহীনে।।
লুকোচুরি খেলছে জীবন
প্রেম নামেরি সম্পানে।।