অভিমান অভিনয়ে
কাটে তো জীবন
ক্ষনিকের সময়ে
করে মস্তো বড় ভুল।।
অভিযান অপমানে
ব্যস্ত এ পথ
বৃত্তের বাহিরে ও
শত অষ্টা আঘাত।।
কালো রাত সম্পাত
গভীরে গহীনে
নিরাশ প্রতাপ
শেষে নেই কিনার কূল।।
গন্য নগন্য
ধূয়াশা আকাশ বড়
একাকীত্বের মাঝে
অভাবেই সমতুল।।