আমি পলাশ আমিই প্লাবন
হ্যা আমি, আমিই সেই ছেলে !
কেন মনে নেই তোমার,, ঐ যে সেদিন……
চাঁদনী রাতে আমায়
দেখে দৌড়িয়ে পালিয়ে গেলে !!!
তোমার বাড়ির সামনে দাড়িয়ে দেখতাম
তোমায় দুচোখ ভরে|
তুমি হয়তো ভাবতে আমায়,
বাজে একটা ছেলে !!
আমি পলাশ,আমি প্লাবন
আমিই সেই পাগল ছেলে…
তোমার জন্য রোদ, বৃষ্টিতে ভিজে
তুমি বিহীন শূন্য পৃথিবীতে !!
মরে ও যেন বেঁচে আছি এই আমি নিজে|
আমি আর নাইকো আমি,পুরানো দিনের
মতো !!
তোমায় খুজে খুজে আজ, হয়েছি ক্ষত-বিক্ষত|
আমি পলাশ আমিই প্লাবন.,
হ্যা আমিই সেই ব্যর্থ ছেলে !
দুঃখ ছাড়া আর কিছুই কি নাই এই
কপালে???
তুমিই এসে বলে দিও অন্য কোন জন্মে !
তোমার আশায় থাকবো চেয়ে একলা-
একাকী নির্জনে|
যদি কখনো কাউকে একা থাকতে দেখ
তুমি !!
সে ছিলাম আমি…
আমি পলাশ আমিই প্লাবন
ভেবে নিও তুমি...|