যার চোখের জ্বলে সারা সমুদ্র ভাসে
তার হাসির ছলে পুরো পৃথিবী হাসে !
যে নারীর কথা মনে রাখে গোটা পৃথিবীর লোকে তাদের নিঃশ্বাসে-প্রশ্বাসে
সেই হলো সবার চোখের মনি বিদ্রোহী কন্যা !
যার ভয়ে পালিয়ে বেড়ায় সকল অপরাধের বন্যা,
তার কারনে হাজারো মানুষ হয়ে অনন্যা !
যে নারী অন্যায় দেখে প্রতিবাদী হয়ে উঠে,
সেই হলো আমাদের চোখের মনি বিদ্রোহী কন্যা !
যার ভালবাসায় আছে নীরব মায়া
তার আচল তলায় লুকানো স্নেহের ছায়া !
যে নারী হাজারো বিপদে হার মানতে রাজি না,
সেইতো হলো তোমার-আমার চোখের মনি বিদ্রোহী কন্যা !!