বাংলা আমার প্রানের ভাষা বাংলা আমার প্রান!!
আমি বাঙালি বাংলার জন্য দিতে পারি জান!!
চির সবুজ বাংলা আমার,আজ গর্বিত আমি!
বাংলা আমার হাজার দেশের চাইতেও দামি!!
বাংলা আমার মায়ের সমান,হার মানবোনা কভু!
আমি বাঙালি,বাংলার জন্য রক্ত ঝরাবো তবুও!!
বাংলা আমার পুরানো স্মৃতি করিয়ে দেয় মনে!
এ বাংলা আজ প্রতিষ্ঠিত কোটি মানুষের প্রানে!!
বাংলা আমার স্বপন দুয়ার,বিস্তৃত ধানের মাঠে!
ঐ অদূরে কৃষক যেন খিলখিলিয়ে হাসে!!
বাংলা আমার অন্তরালে, আছে নিঃশ্বাসে-প্রশ্বাসে মিশে!
আমি বাঙালি, তবে অন্যায়ের প্রতিবাদে ভয় আমার কিসে??
বাংলা আমার নীল কন্ঠ,,আমার নয়ন মনি…
বাংলা আমি ভালবাসি,,
সারা পৃথিবীতে যেন বাজে একই প্রতিধ্বনি!!