জীবন মানেই তাসের ঘর,,বুক ভরা কষ্ট,,
কেউ ভাবে আপন কেউবা পর,,সুন্দর জীবন হয় নষ্ট!!
জীবন মানেই তাসের ঘর,,আলোর মাঝে অন্ধকার,,
মানুষ নামে প্রানী আজ,,হয়ে গেছে প্রায় নরপিশাচ!!
জীবন মানেই তাসের ঘর,,হয় ভালবাসার খেলা,,
কতই না দেখেছি,,ভালবাসার নামে হচ্ছে অঙ্গ মেলা!!
জীবন মানেই তাসের ঘর,,মরীচিকায় ছাওয়া মানুষ,,
বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে,,হয়ে গেছে নষ্ট পুরুষ!!
জীবন মানেই তাসের ঘর,,চারদিকে কতোই রংবাহারি,,
চেয়ে দেখো রঙের খেলায় মেতেছে আজ,,হয়ে গেছে বেহুশ নারী!!
জীবন মানেই তাসের ঘর,,চিরদিন এভাবেই চলবে,,
হায়রে মানব জীবন,,সবাই তাস খেলেই মরবে!!!