মনের যদি পাখনা থাকতো উড়তাম তোমার তরে,,
যতই দুরে থাকো,থাকোই না কোনো দুর বিদেশে!!!
একরাশি গোলাপ ফুলের পাপড়ির সমাহারে,,
উড়িয়ে দিতাম মনের পাখনা,পাথারে পাথারে!!
মনের যদি পাখনা থাকতো,উড়তাম তোমার তরে,,
তোমায় নিয়ে আসতাম অবুঝ আমি,আমার ছোট্ট ঘরে!!
সেথায় তুমি আমি,থাকবো দুজন স্বপ্নের বাহুডোরে,,
ভয় পেওনা,মনের পাখনায় রাখবো তোমায় শক্ত করে ধরে!!
মনের যদি পাখনা থাকতো উড়তাম তোমার তরে,,
তোমার চোখে মুখে জল ছিটাতাম উঠতে নড়েচড়ে!!
তুমি অবাক হয়ে তাকিয়ে থাকতে,শুধুই আমার তরে,,
উড়িয়ে দিতাম মনের পাখনা ভালবাসার সমুদ্রে!!