সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠলো গ্রাম বাংলার ঘরে ঘরে,,,
আবার সবাই এক হলো,সারাদিন কাজের পরে!!
সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠলো,গ্রাম বাংলার মায়ের হাতের ছোয়ায়,,
সবাই যেন খুশি শুধু দুটো নুন আর ভাতে!!
সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠলো,আকাশ গেলো মেঘে ছেয়ে!!
ওই দেখো ছাগল নিয়ে ঘরে ফিরছে মেঘলা নামের মেয়ে!!
সন্ধ্যা প্রদীপ জ্বলো উঠলো,ঘরে ফিরলো হাস-মোরগ,,,
প্রতিটি ঘরে আড্ডা বসে,দুখ-সুখের গল্পে,যেন থামেনা এক পলক!!
সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠলো,রাত হলো গভীর,,
গ্রাম বাংলার দুয়ারে দুয়ারে পড়ল এবার খিল!
সন্ধ্যা প্রদীপ নিভলো এবার,সবাই যেন নিস্তব্দ্ধ!!
সবাই ঘুমের রাজ্যে ঢলে পড়লো,,,তখন নামলো চোখের অস্ত!!