ভাঙা মন কাদে ক্ষন হাহাকার,,
এক একে দুই হয়ে ছারখার!!
গতি নেই নিশ্চুপ আজীবন,,
নেই ঘুম টাল মাতাল প্রতিক্ষন!!
ভাঙা মন সুতো নেই উড়ে ঘুড়ি,,
কার আকাশে করিস তুই লুকোচুরি!!
নেই বিকেলের রোদ ছন্ন ছাড়া আমি,,
কার মন কখন করে চুরি তোরি মাঝে লুকিয়ে থাকে কিছু খামখেয়ালি!!
ভাঙা মন উজাতন ফুটেনা ফুল পাপড়ি,,
কাদে সময় নেই মূল্য সব ছিনিমিনি!!
নেই সুখ,নেই স্বপ্নের ঠিকানা,,
ভাঙে মন কাটেনা ক্ষন শহর তুই ব্যস্তর রাজধানী!!
ভাঙে মন ভাঙে বুক,,
নির্বাক দুটি চোখ,,
নিঃস্তব্দ চিবুক!!
কাদে মন কাটে প্রহর,,
বালক একাকি থাকে নিশ্চুপ!!