অভাগা যেখানেই যায় ভাগ্য তার এক ধাপ পিছিয়ে,,
গ্রাম কিংবা শহরে পৌছে যায় জন সমুদ্রের মিছিলে!!
রাতের শেষে শুরু হয় অভাগার কপাল,,
শেষ হয় আবার সেই রাতে কাটে এভাবে তার দিনকাল!!
অভাগা যেখানে হাত দেয় পিছিয়ে পড়ে সেখান আরো দুই হাত,,
শত প্রচেষ্টায় তার হয়না দেখা নতুন আলোর প্রভাত!!
রেলগাড়ি প্রতি দিন তো আসে আবার ছেড়ে যায়,,
এমন ই অভাগার জীবন হয় সে নিরুপায়!!
অভাগা যেখানে মন দেয় সে মনে অহংকার জেগে ওঠে,,
সেই মনে ভালবাসার ছাপ নাহি ফোটে!!
এমন অভাগা সে নেই তার সাফল্যের চাবি হাতে,,
দিন যায় মাস যায় নিজের কাছেই অভাগা ছোট হতে থাকে!!