এলো হে বৈশাখ বাংলার ঘরে ঘরে,,
মেতে উঠবে আবার বাঙালি রঙিনতার অন্তরে!!
সাজানো আম্র মুকুল,,
আর রমনীর মাথায় শত ফুল!!
এলো হে বৈশাখ,,
নতুনতার বানী নিয়ে!!
শত গ্লানি ভুলে কপালের লাল টিপে!!
পলাশ ফুলে নয় শত বাহারি ফুলে,,
রঙ-বেরঙ শাড়ির ভাজে ভাজে!!
আবদ্ধ চুলে নয় রমনীর এলো চুলে,,
পুরোনো কে বিদায় জানিয়ে আবার নতুন করে!!
এলো হে বৈশাখ,,
জাগো বাঙালি প্রান্তরে প্রান্তরে,,
এক হয়ে গাই গান বাধি বাহুডোরে!!
খুশির উৎসবে বাংলার ঐতিয্যে,,
রাঙানো আল্পনায় জল কল্পনায় চলো ফুটে তুলি নতুন বছরের দিনগুলিকে!!
এলো হে বৈশাখ!!