প্রেম তুমি অচেনা এক
মেয়ের চোখের কাজল।।
যে চোখে তাকলে এমন মনে হয়
যেন পৃথিবীর সব তাকে ঘিরেই।।
হালকা বাতাসে উড়া সেই
নীল ওড়না মনের মাঝে অকারনেই নাড়া দেয়।।
এই বুঝি মায়াবি সেই জলকন্যা
যার প্রতীক্ষা হয়তো বহু বছর ধরেই ছিলো।।
প্রেম তুমি তৃণ লতা ঘাসে নয়
তুমি বিচরন করো সেই
অচেনা মেয়ের চুলের ভাজে।।
চুল তো নয় যেন বিশালতা
ভর করে আকাশে।।
তার মিষ্টি হাসি মুখে
যেন অজানা এক সুখ ছিলো।।
যে সুখে ডুব দিতে চায় না
এমন কোনো মানুষ পাওয়া দূর্সাধ্য।।