আমার সীমা নেই
নেই সীমান্ত রেখা
নেই কোনো ছায়া পথ।।
আমার স্বপ্ন খেয়া ঘাট
ধূঁ ধূঁ বালু চর
নেই সজীবতার
অষ্ট প্রহর।।
আমার এ কূল ও নেই
সাত কূলে ও নেই
তাই শূন্যে বাঁধি ঘর
চারিপাশে উত্তাল ঢেউ।।
আমার স্পন্দন নেই
নেই বিভীষিকা রাত
শুধুই আঁধারের
উত্তপ্ত ব্যস্ত শহর।।