আকাশে আজ
রোদের চিঠি আছে বলেই
পাখিরা আজো
দুর আকাশে ডানা মেলে।।
নীল সীমান্তে
মেঘের ঘনঘটা আছে বলেই
বৃষ্টিরা আজো
টুপটাপ শব্দের খেলা খেলে।।
পারিজাত গন্তব্য
গতি পথ আছে বলেই
মানুষের দুচোখে
এতো স্বপ্নেরা ভিড় করে।।
ঐ বিধাতা শ্রেষ্ঠ বলেই
পৃথিবীর সবকিছু সুন্দর
জানা অজানা কতো
মাখলুকাত সৃষ্টি কূলে।।