এক রাত পুরোটা জোছনা পোহিয়ে
তোর খোজ পেয়েছিলাম
            জুইয়্যা।।
সে রাত ছিলো আমার পৃথিবীর
দুচোখে মশাল জ্বালানো তোর প্রতিচ্ছবি।।
জোছনার আলোয় মিশেছিলি তুই
ছুয়ে গেছিলি আমার একাকিত্ব হৃদয়।।
আকাশে সাদাকালো মেঘের ভিড়ে
বৃষ্টি মুখরিত জানালার গ্রীলে
দেখেছিলাম তোকে
            জুইয়্যা।।
কোনো এক অজানা শহরের
অট্টলিকার ছাদে,গলিতে,রাস্তার
সীমাহীন রেখায় খুজেছি তোকে।।
তবু তুই শুধু আমার কল্পনা হয়েই এসেছিলি
চোখের পাতায় ভেসেছিলি।।
নিঝুম দ্বীপের রাজকুমারী
মেঘ বালিকা
           জুইয়্যা     হয়ে।।