সকলের মুখে শুনি, আমাদের নগরী প্রান প্রিয় ঢাকা
মানব জীবনের এক মাত্র ভাগ্যের চাকা।


এইতো ঢাকা,
যার মাঝে গড়ে ওঠে কতশত দালানকোঠা
রাস্তার মাঝে যায় নাকো
একটু শান্তিতে হাটা।


মানবের পরে মানবের মাথা
গাড়ীতে উঠতে খেয়ে যায় ভেবাচেকা।


ভন্ডের দলে বলে এক সাথে
এই শহরে নাকি, কোন এক গাছ বুনা আছে
যাহার শ্বাষ মূলে থেকে পুরো গাছ জুড়ে
শুধু টাকাই নাকি ওড়ে।


আমি এক বোকা
জীবনের খরচ মেটানোর দায়ে
ঘুরছি হেথা হোথা
তবুও খুজে পাইনিকো, টাকার গাছটা।


সব মিলিয়ে, চলে যায় কোন মতে
জীবনের চাকা
কাল আন্তে শুধু, ভাবি বসে একা
কবে ছেরে যাব ঢাকা।