দুই গ্রামের মাঝে মোদের
ছোট্ট স্কুল দাঁড়িয়ে।
কতজন ভবে দামী হয়েছে,
এইনা স্কুল মাড়িয়ে।
ছোট্ট একটি স্কুল, উহার
মাত্র চারটি রুম,
অলস উহার শিক্ষক কেহ,
ক্লাসেই যায় ঘুম।
এইখানে মোর বাবা পড়েছে,
যেমনি ছিল তখন,
উন্নতির ছোঁয়া পয়নি আজও
তেমনি আছে এখন।
অনেক সরকার এসেছে গেছে,
নজর দেয়নি কেহ।
শিক্ষকরা তবু পাঠদান করে,
ছাত্রদের দেয় স্নেহ।
হয়তো এদের মাঝেই কারো
উজ্বল হবে মুখ।
সেই আলোতে আলোকিত হবে,
আশায় বাঁধে বুক।