নেইকো কাছে আমার প্রিয়া
গেছে অনেক দুরে,
তাইতো দারুন ব্যথায় আছি
যাচ্ছে হৃদয় পুরে।
হাসপাতালের গন্ধে যখন
আমার মনটা ভারী,
প্রিয়তমা হঠাৎ তখন
গেল বাপের বাড়ি।
বাড়ি এসে শুন্য-ঘরে
বুকটা খাঁ-খাঁ করে,
রাত্রী কালে শুন্য খাটে
চোখের পানি পরে।
"হুমাইরা জামান" নামটি তার
দেখতে লাগে ভালো,
আমার ঘরে থাকলে যেন
ঘর হয়ে যায় আলো।
"তাসমিয়া" হলো ছোট্ট নাম
আদর করে ডাকি,
রইলে পাশে আমার প্রিয়া
অনেক সুখে থাকি।
আসবে কখন ওগো প্রিয়া
হাসি হাসি মুখে,
তোমার ঠোটের হাসি দেখে
মন ভরিবে সুখে।









আঃ
সবুর