আবার তলিয়ে যায় অ্যালকোহলের রঙ্গিন সাগরে
গাঁজার ধোয়ায়
হৃদয়টা ঝলসে যায় সিগারেটে
তবুও মাতল হয় না।
বরং আরো স্পষ্ট ভেসে ওঠে দৃষ্টিকোণে
কিভাবে সাপ গর্ত খুঁজেছিল
কিভাবে অন্ধকারে ভেঙ্গেছিল পাহাড়
নেশা গভীর থেকে আরো গভীরে যায়
পসন্ন হয় প্রকৃতি
পৃথিবী হয় দুর্বল
দুলতে থাকে, নড়তে থাকে
ছারপোকা বিরত হয় রক্ত পানে
জ্যোৎস্না- নিভে যায়
চিতাও নিভে যায় একদিন, পড়ে থাকে তাঁর ছাই
শুধু নিভেনা তার দহন
তার একাকীত্বের মন
ঝিঝিপোকা তবু ডেকে যায় নিরন্ন আধারে
শুকনো মাটির ভেতর করে প্রলাপ
অতঃপর অ্যালকোহলের গন্ধও মিলিয়ে যায় বাতাসে
আর আমায় ঘিরে ধরে আদি পাপ।