অসুস্থতা সর্বদা অসুস্থ নয়
দাগ কেটে যায় জীবন মানচিত্রে
অকৃতজ্ঞারই নয় সর্বদা
মাঝেমধ্যে সূর্যের মতো বাস্তবতা।
কেউ একজন অসুস্থতায় ভুগছে বারবার,
যেন যমদূতের সম্মুখ রণে!
ভুলেছে ধরার টান স্বজনের বন্ধঁন,
তবুও ভোলেনি কোনো একজনকে
মাঝেমধ্যে অস্পষ্ট সুরে শোনা যায় তার নাম-
যেন যুদ্ধের মাঝে, আবেহায়াৎ পান।
আহা, কী অপূর্ব তার চরিত্র
কী দারুণ তার মানবতা
প্রয়াণ পূর্বে যার কথা বলছে কেউ একজন
সে একনজর দেখতেও আসনি!
মুঠোফোনে কী চমৎকার কথাটা বললো
- আমি তো তাকে, চিনিই না।
যুদ্ধ চলে, যুদ্ধ হয়, যুদ্ধ হবে সবার জীবনেই।
যে যুদ্ধে সবাই পরাজিতই হবে,
অসুস্থতা মাঝেমধ্যে জীবনের মোড় ঘুরায়ে দেয়
দেখায় বিকল্প কোনো পথ
যে জীবন্ত মানুষকে দেখতে আসেনি
যাবেনা তার শবযাত্রার
দিবেনা একমুঠো মাটি,
শোক সংবাদে নোনাজলের মিথ্যে কমেডিতে-
অহেতুক তাকে শরীক না করাই শ্রেয়।
যুদ্ধের পূর্ব বক্তব্যে-
কোনোএক যোদ্ধার বয়ান,
অসুস্থতা সর্বদা অসুস্থ নয়
দাগ কেটে যায় জীবন মানচিত্রে...