রঙ্গের দুনিয়ায় আয় মনা
রং দেখবি কত,
ইচ্ছে মত খেলবি হলি
ইচ্ছে হয় যত।


রংধনুর ঐ রং লুকিয়ে
মাখবি যদি গায়,
আমাদের এই চলনবিলের
হেলেঞ্চাতে আয়।


আকাশ ছুয়েছে ঐ মাঠে
সবুজ নীলিমায়,
এথায় রৌদ্রের তেজ শীতল হয়
সবুজের ছোঁয়ায়।


ভোর বেলাতে ঘুম ভাঙ্গানো
কিচিমিচি ডাক,
ঘুম ভরা রাতে পাল্লা দেয়
শৃগালেরি ঝাক।


আষাঢ়ারের বৃষ্টিতে থৈ-থৈ
একাকার জলে,
টিলাটিলা বাড়ী গুলো
জাগে আর তলে।


বার মাসের এই বার রং
দেখতে কে কে চায়,
আমাদের এই চলনবিলের
হেলেঞ্চাতে আয়।