অসংখ্য বার মুখ থুবড়ে পড়েছি,
আবার ঝেঁড়ে উঠেছি নিরবে!
প্রচন্ড ব্যাথায় কেঁদেছি একাকী
বুঝতেও চায়নি কেউ।
হতাশায় ফেঁপে ওঠা বুকের উপর,
চেপে বসেছে বেদনার পাহাড়-
চিৎকার করেছি অসহ্য যন্ত্রণায়!
হাসিতে মেতে অভিনয় বলেছে স্বজন।


শুন্য মাথায় অহরহ ভেঙ্গে পড়েছে আকাশ
মিষ্টি রোদও পুড়িয়ে ফেলেছে
সবুজে ঢাকা আমার পৃথিবী,
চোখের জ্যোতি, মুখের ভাষা
আরো যা পুড়িয়েছে খুব যতনের-
ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দর মুখ
আমার মায়ের সৌন্দর্য, রূপ।


স্বার্থপর আজকের এ পৃথিবীতে
অন্ধের মতো ঘুড়ি,
অভাবের জালে ঘিরে ঘোরে ঘোরে
খুঁজে বেড়াই আজও সফলতার দেখা।


শুধু তুমি নাই বলে-
সুন্দর পৃথিবী আজ বৃথা মনে হয় বাবা।