হুশিয়ার নাবিক সাবধান
সমুদ্রে লেগেছে আগুন!
জ্বলে গেছে তোমার সারেঙ
পথের বাধা ধুধু বালুচর-
ইশারাতে ডাকছে তোমায়।
স্থায়ী বাসিন্দা হতে বলবেনা কখনো
একটু থেমে যাও-
একবিংশ শতাব্দীর যুগে
মহান্ধকার কক্ষ ব্যতীত সবই জানে মানুষ
আবহাওয়ার পরিবর্তনে
তুমিও নিও পরিত্রাণ
জলে জ্বলে আগুন
বাঁচাও নৌযাত্রীদের প্রাণ।