আগ্নেয়গিরি থেকে স্নান করে ফিরলাম
হাউমাউ কাঁন্না স্বস্তি দেয়নি এক শ্বাসের ক্ষণ
খুঁজে পাইনি কোনো ধ্বংশাবশেষ রক্ত, মাংস, ছাই
দীর্ঘদিনের লালিত স্বপ্ন গুলো পরে আছে প্লাস্টিকের ঝুড়িতে
স্বর্গ ভেবেই নরকে প্রবেশ!
প্রবেশ পথে অনন্তকালের শান্তির সন্ধি
সেটাও ভুল, মিথ্যে, বানোয়াট
তবে এটা সত্য সেখানে কেউ মরে না, কেউ মরে না, বাঁচেনা কেউ!
সেখানে রাখেনা কাউকে
ঠেলে দেয় ভাষাহীন অরণ্যচরে
ফেরেনা কোনো অরণ্য হড়
আমি তো মানুষ নই
তাই ফিরেছি, আর বলছি
আগ্নেয়গিরি থেকে স্নান করে ফিরলাম।