পৃথিবীর সকল কবিরা তোমাদের প্রতি শ্রদ্ধা। তোমাদের দেখানো পথে সুদৃঢ় পথিক আমরা-
আমাদের হাতে শক্তিশালী এক অস্ত্র,
আমাদের ধর্ম যুদ্ধ-
জীবন, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে,
আমাদের যুদ্ধ চিরকাল চলবে তাদের বিরুদ্ধে-
যারা অসাম্যের কথা বলে, অসহায়ের আহার করে গ্রাস।
আমাদের অস্ত্রে লেখা বিশ্ববিধান-
গীতা, বাইবেল, আল কোরআন।
যা স্বজ্ঞানীর অস্ত্র,
এ যুদ্ধ ততদিন চলবে যতদিন থামবেনা হানাহানি
আমাদের যুদ্ধ কলম নিয়ে-
এ অস্ত্র আমাদের অহংকার যা সবাই চালাতে পারেনা।
এ অস্ত্র জানে জীবন দিতে,
অঅজ্ঞতার নয় জ্ঞানির জীবন
অন্ধকার নয় আলোর জীবন
উঠিছি তাই স্থলছিড়ে, জাগাতে মানবতা।
মহাকালে পাঞ্জর ভেঙ্গে ডাকছি
ডাকছি সকল জ্ঞানীদের
কোথায় মানবতা কোথায়--
জেগে ওঠো, জেগে ওঠো মানবতা
মাথায় রেখে সৃষ্টির শ্রদ্ধা,
বলো, দূর করবো আজ ঘোর অন্ধকার
জেগেছে কলম যোদ্ধা।