ঠোট তো নায়-
যেন কমলা লেবুর কোশ
এলোকেশে ভোমর দোলে
চোখ যেন পোটল চেড়া
দুপায়ের ছন্দে সৃজিত হয় লক্ষাধিক কবিতা
বন্নি মহল গড়ার স্বপ্ন দেখিয়ে
জীবনটা করেছিল স্বর্গময় সুমিষ্ট ভাষায়-
হঠাৎ কানামাছির ছলে হারিয়ে গেল।
বুঝিনি লাল লিপস্টিকের আড়ালে ছিলো-
চকচকে ধাড়ালে দাঁত
চুম্বন ছলে তুলে নিয়েছে গালের মাংস, ঠোট।
চোখ খুলে দেখি বন্নি নেই
কখনো ছিলোও না।
রাক্ষসীর গাল চুয়ে, চিবুক চুয়ে পরছে
ফোটায় ফোটায় তাজা রক্ত।
তবুও ভুল বুঝিনি-
ভেবেছি এটাও প্রেমাংশ
চাইলে পাঞ্জর ভেঙ্গে দিতে পারি হৃদপিন্ড।
চোখে আঙ্গুল দিয়ে যখন দেখাত অন্য পুরুষ
নিত্য সাদা গোলাপ আনতে আমার রক্তে রাঙাতে
সে ফুলে অন্যকে প্রেম নিবেদন করতে-
নির্দিধায় দিয়েছি,
বলেছিলে ওটা অভিনয়।
বন্নি, কোনদিন অভিশাপ দিবোনা
আমি অভিশাপ দিলে তোমার ঠোটে
লাল লিপস্টিক শোভা পাবেনা।