লাশ কাটা ঘর থেকে বলছি আমি
সারাজীবন অসংখ্য লাশ কেটেছি
মাথার মগজ থেকে, পায়ের পাতা
লাশ কাটতে কাটতে ডোম হয়েছিলাম প্রায়!
ভদ্র সমাজ জানেনা তার কিছুই
তবে আর কোনো লাশ কাটবো না
এটা ভেবোনা যে,
লাশ কাটতে ভয় পাই
কিংবা ত্রুটি আছে লাশ কাটায় ।


একটা লাশ,
হ্যাঁ একটা লাশ আজ শিখিয়ে দিলো আমায়
তোমরা যে লাশ কাটায় ব্যাস্ত থাকো
সেখানে শুধু লাশ থাকে না
থাকে কিছু নিরীহ মানুষ, নিরীহ প্রাণ,  
নিরীহ মানুষের ঝলসানো দেহ।


আমি লাশ কাটা ঘর থেকে বলছি
লাশেরা মর্গে আসে সব ছেড়ে
অথচ এখানে, অনিয়মের পটভূমি
দিনের আলোয়, রাতের আঁধারে
ইচ্ছে মতো কাটা হয় লাশ।
টকটকে লাল রক্ত যখন ভিজিয়ে দিল লাশ
হৃদয়ের দীর্ঘশ্বাস চিৎকার করে বললো-
এটাই হোক শেষ লাশ,
আর কোনোদিন আসবি না লাশ কাটা ঘরে
কখনো করবি না লাশের অপমান।


এটাই হোক আমার শেষ লাশ
এই প্রতিশ্রুতি নিয়ে নব জীবন শুরু-
আমি লাশ কাটা ঘর থেকে বলছি
আমি লাশ কাটা ঘর থেকে বললাম...