মরিয়ম ফুলের গন্ধে আর কেউ মা হয়না,
এটা সবাই জানে-
এরা যেন গাল কাটা ময়না পাখী
জনসম্মুখে বলে যায় শুধু শেখানো বুলি
পরীক্ষার কোন দরকার নেই!
বাকিরা যেন তুলশীপাতা, পূজার ফুল
জন্মেছে ঠাকুরের গলায় ঝুলতে।
হায়রে প্রকৃতি!
জানেনা, ঈশ্বর ফুল নেয়না,
আল্লাহ নেয়না কোরবানির রক্ত, মাংস।
তবে কেন?
জেনে নিও, কিছু ফুল শসানে যায়
কিছু গরু যায় খাজার দরবারে।
পরীক্ষা জ্ঞানীর আবশ্যিক করনীয়
লেজকাটা গরুতে হয়না কোরবানি
বাসিফুলে হয়না পূজা
পরীক্ষা করো-
ফুল সদ্য নাকি ওখানেও ফরমালিন
অনিশ্চয়তার ফসলে ভরেনা মন।
হয়ত, সেখানেও পাবে এগারোজনের পদচিহ্ন
না হলেও, একাধিক নিশ্চয়।
শসানে শুধু মৃতদেহ পোড়ায়, ফুল নয়।
মরিয়ম ফুলের গন্ধে সবাই মা হয় না।