মিনু এখন পাহারাদার
পাহারা দেয় ধন, সম্পদ, ঐতিহ্য
পাহারা দেয় অনড় কর্তব্যে।
মুনিবের অঢেল ধন
সংকোচি মন
চোখের উপর কালো আস্তরণ
নেই বিশ্বাস, তবু বিশ্বাসী
আধারের দ্রষ্টা, তবু দুধে ধোয়া
লোকমুখে মহা সম্মানী
বিশ্বাস তার হাতিয়ার
মিনু এখন পাহারাদার।
আধারের ঘনঘটা
এ সংসারে জোয়ার ভাটা
নিত্য অধপতন।
মিনু রয় দাঁড়িয়ে
হাতে লাঠি বাড়িয়ে
অপরাধীর হবে পতন।
কে নেয় কার খবর
অন্ধের জবরদখল
প্রতিবাদ! খবরদার,
মিনু এখন পাহারাদার।
(বিঃ দ্রঃ- মিনু আমার পোষা বিড়াল)