চলনবিলের এই ধারেতে
ছোট্ট একটি গাঁ,
শিশির ধোয়ায় দূর্বা এথায়
দূর্বা ধোয়ায় পা।


বক গুলো সব বিলের ধারে
মাছ কুরিয়ে খায়,
কাদা মাটির গন্ধে আমার
মন হারিয়ে যায়।


আজকে আবার ডাকছে আমায়
চলনবিলের কোল,
ভুলতে চেয়েও পারিনি ঐ
মিষ্টি পাখির বোল।


দূর শহরে থাকি তবু
মনে চলনবিল,
ঐ খানেতেই জন্ম আমার
মনের যত মিল।