চলনবিল ভোলেনি আমার
নাড়ি পোঁতার মায়া,
দূর শহরে মনের কোণে
দেখি যে তার ছায়া।
চোখ বুজিলেই ভেসে ওঠে
চলনবিলের ছবি,
ভোর বেলাতে সত্য যেমন
পূর্বাকাশের রবি।
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি
থৈথৈ করে পানি,
দস্যি ছেলের সঙ্গী হয়ে
শাপলা তুলে আনি।
বোয়াল কাতল শিং কৈয়েরা
খেলে লুকোচুরি,
তবু হয়না মাছের অভাব
আছে ভুরি ভুরি।
হিংসা ঝগড়া নেইকো কারো
চলনবিলের বুকে,
খোদা তায়ালার অশেষ দয়া
আছে সবাই সুখে।
জন্মে আমি ধন্য হলাম
চলনবিলের ছায়ায়,
ধন্য জীবন আটকে গেছে
নাড়ি পোঁতার মায়ায়।।