বেশি কিছু তো আশাকরি না!
অভাবের ঘরে জন্ম বলে
অভাবকেই আশীর্বাদ বলে মনে হয়।
ভালোবাসা নামক পাগলামিটা-
পাগলামো হয়েই রয়ে গেল স্মৃতির পটে,
অভাবে বিকতে বিকতে
স্বপ্ন গুলো যে কবে বিকিয়েছি-
মনে পড়ে না সময় ক্ষণ
শেষের পথ থেকে শুরু করার সাহসটাও
বিক্রি করলাম আজ।
ভালোবাসা মৃত্যুর ব্যথাটাই সম্বল
কাটায় লবণ ছিটাতে কে বলো ভালোবাসে,
অনুকম্পার ছলে বারবার
লবণ ছিটাতে ডেকো না।