একমাত্র মেয়েটি আমার
নবম শ্রেণীর প্রথম ছাত্রী,
বাড়ীটা আমার ঝলমলে রাখে
প্রদীপ বিহীন রাত্রী।

একের পর সম্বন্ধ আসে
এই মন তাকে পর করতে চায়না,
কিন্ত বিধির নয়ির্মম বিধান
আজীবন বাবার বাড়ী থাকবেনা।


ধুম ধাম করে দিলাম বিয়ে
দু'লক্ষ  টাকা ব্যায়ে,
মেয়েটি আমার  জীবন  দিলো
যৌতুকেরি দায়ে।


আরো দ'লক্ষ টাকা দাবি ছিলো
দিতে পারিনি সেই টাকা
শশুর শাশুড়ি মেয়েটিকে নিয়ে
বলত কথা আঁকা বাঁকা।


নির্মম এই অত্যাচার সজ্য করতে নাপেরে
মা আমার ওপরে দিলো পারি,
আজ আমার বাড়ীতে জ্বলে না সন্ধা প্রদীপ
মহাশ্মশান হয়েছে আমার বাড়ী।