মা আজ বৃদ্ধা হয়েছে,
আজেবাজে বকা ধরেছে,
ভেঙ্গেছে ধর্যের সীমানা।


বৌয়ের সাথে যুক্তি করে,
নিয়ে গেলাম হাতটি ধরে,
এখন বৃদ্ধাশ্রম ঠিকানা।।


রাত্রি বেলায় কাঁদে মায়ে,
খোকা একবার দেখনা চেয়ে,
মোবাইল ফোনের মাধ্যমে।


আমি বলি কেঁদে কি লাভ,
হাজার কেঁদেও হবেনা মাফ,
ধর্য ভেঙ্গেছ প্রথমে।।


হাজার হলেও মা জননী,
তোমার কাছে দুুধের ঋণী,
শিশু কালে ছিলে আপন।


মাফ করে দাও দুধের দেনা,
না হলে টাকা দিবোনা,
অবশেষে যাবে জীবন।।