কালো মেঘে ছেয়ে গেছে
শীতল ভূমি স্তব্ধ,
পাখিরা করছে শোক পালন
ঝন ঝন গুলির শব্দ।
বাতাসে আজ  আত্মগ্লানি
রক্তে ভেজা এই ঘাস,
কুকুর গুলোও মুখ ফিরিয়ে
খাচ্ছেনা পচাঁ লাশ।
সুশ্রী মেয়ে রয় পালিয়ে
শান্তি বাহিনীর ভয়,
ধর্ষিতারাও স্বপ্ন দেখে
বাঙ্গালীর হবে জয়।
অকাতরেই গেলো চলে
নিরহ কত প্রাণ,
ত্রিশ লক্ষ প্রাণ বিলিয়ে
স্বাধীন বাঙ্গালীর গান।