উরছে মাছি উরছে মশা,
ফুটছে গুলি উরছেে খোশা।
পরে আছে লাশ!


চারিদিকে ফুটছে বোমা,
ছোট্ট মেয়ে কাঁদছে ওমা।
ছারছে দীর্ঘ শ্বাস!


আলােকবর্তী যাচ্ছে নিভে,
রাত কি ওরা কাটতে দিবে।
পাকসেনাদের দল!


বুবুর কাঁন্নায় ঘুম আসেনা,
বারে বারে নিষেধ মানা।
করছে কি মা বল?


রাত্রি বেলায় যায় পালিয়ে,
ছোট্ট মেয়ে ঘর বিলিয়ে।
খুজছে বুবু তার!


বুবু আছে নিথর হয়ে,
পাক সেনাদের আঘাত সয়ে।
কাঁদছে বারে বার!